ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
দেশে সড়ক দূর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি জেলায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইলের বড্ডাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক ট্রাক এর চালক যশোর মনিরামপুর এর মো: রায়ান(৩২) পুলিশের কাছে আটক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬ টায় দিকে সরাইল-নাসিরনগর সড়কের সরাইল বড্ডাপাড়া এলাকায় ট্রাক এবং অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ ঘটনাস্থলেই ২ জন মারা যায়। নিহতরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও অটো রিকশার যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।
সারইল থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম জানান, সরাইল বড্ডাপাড়ায় সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃত দেহ উদ্ধার করেছে এবং ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা মোংলা মহাসড়কের তেতুলিয়া সেতু এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার ফলে বাসটি খাদে পড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। সড়কে যান চলা চল স্বাভাবিক রয়েছে৷ নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন,নোয়াখালী জেলা শহরের সোনাপুরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে তানু নামে এক শিশু যাত্রী নিহত হয়। এই ঘটনায় আহত হয় শিশুটির মাসহ আরও তিনজন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে উত্তর সোনাপুর এলাকায় কারামতিয়া আলিয়া মাদ্রাসার সামনে ফেরলেন সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর//
