রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। বিএনপির জাতীয় বিপ্লব ও সংঘতি দিবসের অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরছিলেন।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শিশাতলা মোড়ে রাজশাহী-বাঘা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চারঘাটের শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমান ছেলে শিমুল আক্তার তুহিন (৩৪) এবং একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা শিবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তুহিন ও শিমুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান, তারা তিনজন চারঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংঘতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরছিলেন এক মোটরসাইকেলে তিনজন।
ওসি বলেন, ‘‘দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনের মরদেহ সড়ক থেকে সরিয়ে পাশে নিয়ে যান। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে মামলা করতে বলা হয়েছে। মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।’’
এএইচ
