ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

‘নি হাও! চায়না’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার

গণচীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ ও চীনের কুটনৈতিক সম্পর্কের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ সেন্টারের (বিসিএফসি) আয়োজনে ‘নি হাও! চায়না’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২৪তম আসরের বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (০৮ নভেম্বর) বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে এই পুরস্কার তুলে দেয়া হয়। 

চার গ্রুপের বিজয়ী ১২ জনের মাঝে ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, স্কুলব্যাগ, অঙ্কনসামগ্রী, অ্যালবামসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীদেরও মধ্যেও মেডেল, সনদ ও অ্যালবাম প্রদান করা হয়েছে।

বিসিএফসি সভাপতি এএসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কাউন্সিলর (সংস্কৃতি) মি. লি শাওপেং, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামন হোসেন। বিসিএফসি সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা স্বাগত বক্তব্য প্রদান করেন। 

বিচারক প্যানেলের পক্ষে প্রতিযোগিতার বিভিন্ন আঙ্গিক তুলে ধরে বক্তব্য রাখেন বিসিএফসি সহসভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব:) ড. আবদুল মতিন তালুকদার।

প্রতিযোগিতা আয়োজনে সহযোগীতা করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)। এবারের আসরে চার গ্রুপে প্রায় ৬০০ প্রতিযোগি অংশ নিয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাগো আর্ট সেন্টারের শিশু-কিশোররা দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করে।

পুরস্কার প্রাপ্তরা হলেন- ‘এ’ গ্রুপে সুস্ময় প্রথম, সিমরা তালুকদার জায়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন আনহিতা রেদওয়ান আভা। ‘বি’ গ্রুপে মিনিশা তাসনিয়া জামান প্রথম, আবদুল মুতাকাব্বির দ্বিতীয় ও রিসালাত শাহ তৃতীয় হয়েছেন। ‘সি’ গ্রুপে এমডি তালহা জামান প্রথম, খালিফ ইন্তাজ খান দ্বিতীয় ও আরফানা রহমান আরিশা তৃতীয়। ‘ডি’ গ্রুপে আলিফ আনজুম প্রথম, সানজিদা আফরিন দ্বিতীয় ও হুমায়রা আমিনা তৃতীয় হয়েছেন।

এএইচ