তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সুগন্ধি গুদামে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই কিশোরীসহ ছয় জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (০৯) আঙ্কারা থেকে এএফপি এ খবর জানায়।
কমকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আগুন লাগার পর গুদামের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
কোকায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আক্তাস সরকারি সম্প্রচার মাধ্যম টিআরটি হ্যাবারকে বলেন, ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে দিলোভাসিতে সকাল ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি বলেন, দমকলকর্মী ও জরুরি পরিষেবার অন্যান্য সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
গভর্নর আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে একজন মারাত্মকভাবে দগ্ধ হয়ে হাসপাতালে আছেন।’
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
কোকেলির মেয়র তাহির বুইয়ুকাকিন বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৬ ও ১৭ বছর বয়সি দুই কিশোরীও রয়েছে। তারা সেখানে কী করছিল তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না।
বিচারমন্ত্রী ইলমাজ তুঞ্চ বলেছেন, গুদামের মালিক ও তার দুই জ্যেষ্ঠ কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সামাজিক নিরাপত্তা ও শ্রম মন্ত্রণালয়ে কর্মরত সাত কর্মচারীকেও তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, ‘আমি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বারান্দা থেকে দেখি, আমার এক সহকর্মীর শরীরে আগুন লেগেছে।’
তিনি আরো বলেন, ‘আমি একটি পানির পাইপ এনে আগুন নেভাই। এরপর দেখি পুরো কারখানা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।’
এএইচ
