সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার
সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বুজে থাকার ছবি নিয়ে যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
ছবিটি দেখে মনে হচ্ছে, ট্রাম্প সম্ভবত অনুষ্ঠানের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হোয়াইট হাউস এ কথা অস্বীকার করেছে।
গত বৃহস্পতিবার জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে ওভাল অফিসে অনুষ্ঠানের সময় এই দৃশ্য দেখা যায়। এ সময় তার পাশে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার (৯ নভেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চোখ বন্ধ রয়েছে। কিছু ছবিতে দেখা গেছে, অনেক কষ্টে চোখটা খোলা রেখেছেন। কখনো ঘুম এড়াতে চোখ কচলাতেও দেখা গেছে।
এই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় এক পোস্টে ছবি শেয়ার করে লেখা হয়, ডোজি ডন আবার ফিরেছে।
তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এই দৃশ্যকে অস্বীকার করেন। তিনি সিএনএনকে দেয়া এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ঘুমিয়ে পড়েননি। তিনি অনুষ্ঠানের পুরো সময়জুড়ে কথা বলেছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা মার্কিনিদের জন্য ঐতিহাসিক ওষুধের মূল্য হ্রাস ঘটাবে, যা অসংখ্য প্রাণ বাঁচাবে।
রজার্স আরো বলেন, প্রেসিডেন্ট নিয়মিত রাতদিন কাজ করছেন, দীর্ঘ সফর শেষে ঘরে ফিরেই কাজ শুরু করছেন, তাকে নিয়ে এমন বিভ্রান্তিকর প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।
উল্লেখ্য, ৭৯ বছর বয়সী ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মাসে তিনি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে শারীরিক পরীক্ষার সময় এমআরআই করিয়েছেন। তবে এর কারণ উল্লেখ করা হয়নি।
সূত্র : সিএনএন
এমআর//
