ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

শাবিপ্রবিতে দিনব্যাপী ছাত্রশিবিরের চক্ষু ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০২ পিএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী বিনামূল্যে ‘চক্ষু শিবির’ আয়োজন করেছে ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা। এসময় বিশ্ববিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী সেবা নিয়েছেন বলে জানা যায়।

রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় এ ক্যাম্পের উদ্বোধন করেন শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম ও ট্রেজারার অধ্যাপক ড. ইসমাঈল হোসেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে সিলেটের বেশ কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। ক্যাম্পে চোখের পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়।

চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী আলি আব্বাস শাহিন বলেন, ‘অনেক শিক্ষার্থী আছেন যাদের আর্থিক সমস্যা বা সময়ের অভাবে চক্ষু চিকিৎসা নেয়া সম্ভব হয় না। রোববারের ক্যাম্পে এসে আমরা সহজেই সে সুযোগ পেয়েছি। এমন আয়োজন আরো হওয়া উচিত।’

এ বিষয়ে শিবির প্যানেলের সম্ভাব্য ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘হেলথ ক্যাম্পের পর শিক্ষার্থীদের আগ্রহে চক্ষু ক্যাম্প আয়োজন করেছি এবং অভাবনীয় সাড়া পেয়েছি। এখানে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা ও পরামর্শ লিখিতভাবে জানাতে পারছেন। শিক্ষার্থীদের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। আমরা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখব।’

ক্যাম্প পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমি ঘুরে দেখলাম। খুবই সুন্দর ও গোছালো আয়োজন। ডাক্তাররা সবাই অনেক অভিজ্ঞ। আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের সেবা দিয়েছে। শিক্ষার্থীদের ও বেশ আপ্লুত দেখাচ্ছে। ছাত্রশিবিরের এই আয়োজন প্রশংসনীয়।

এমআর//