শুধু ভোট দিলে হবে না, ভোট পাহারা দিতে হবে: বিএনপি নেতা সালাউদ্দিন
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ১১:২৩ পিএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার
বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে দলীয় মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি মহল বানচাল করার চেষ্টা করছে।
এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ভোট দিলে হবে না, ভোট পাহারা দিতে হবে।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে এক জনসভায় আসন্ন সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সালাউদ্দিন সকলের কাছে ধানের শীষে ভোট চান এবং আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সাভারকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন।
সভায় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু। এ সময় নির্বাচনী আমেজে ধানের শীষে ভোট চেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।
এমআর//
