আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৫ এএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মধ্যে দু’জনকে অন্য জেলায় বদলি করা হয়েছে। এছাড়া নতুন করে ১২ কর্মকর্তাকে নতুন জেলা প্রশাসক করা হয়েছে।
এ বিষয়ে রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই জেলার জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে। এছাড়া উপসচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ১২ জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মিজ্ শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায়, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালামকে নড়াইলে পদলি করা হয়েছে।
নতুন যারা ডিসি হয়েছেন তাঁরা হলেন- পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসুদকে ঝিনাইদহে, খুলনার আঞ্চলিক সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ আলীকে জামালপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আল-মামুন মিয়াকে জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহে, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (খাগড়াছড়ি জেলা) মিজ্ নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে শনিবার ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ হয়েছে। তাদের মধ্যে এর মধ্যে ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদ মর্যাদার নয়জন কর্মকর্তাকে নয় জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।
এএইচ
