ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

মাইক্রোবাসে তুলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১ এএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

ওসি জানান, গত শুক্রবার দুপুরে জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসের ভেতরে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন মো. শফিক (২৪), সাইদুল ইসলাম (৫৯), নাজমুল হোসেন (২১), শামসু মিয়া (২৮), ফয়সাল আহমেদ (২৪), রাশেদ মিয়া (২২)। তবে এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা তাদের গ্রামের বাড়ির পূর্বপরিচিত। ২০১৭ সালে তরুণীর মা ২০ শতাংশ জমি বন্ধক রেখে আসামি শফিকের কাছে স্ট্যাম্প স্বাক্ষর করে চার লাখ টাকা ঋণ নেন। পরে তাঁর মা সৌদি আরবে চলে যান। তিনি সৌদি আরব থেকে ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন সময়ে ঋণের টাকা পরিশোধ করেন। কিন্তু আসামি শফিক তাঁর মাকে স্ট্যাম্প ফেরত দিতে টালবাহানা শুরু করেন। ওই বিষয়কে কেন্দ্র করে তাঁর সঙ্গে আসামির বিরোধ চলে আসছে। একাধিকবার সালিসে বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও মানেননি আসামিরা। 

গত শুক্রবার বেলা ১১টার দিকে আসামি শফিক মুঠোফোনে কল করে স্ট্যাম্প ফেরত দেবে বলে বাদীকে ডেকে নেন। তখন শফিক জানান, স্ট্যাম্পটি তাঁর বোনের বাসায় আছে। তখন তাঁর কথামতো মাইক্রোবাসে উঠলে তিন আসামি তাঁকে ধর্ষণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বলেন, ধর্ষণের মামলা করা হয়েছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএইচ