ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

আরও দুই মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং আরেকটি পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা। এতে ফের আটকে গেছে তার জামিন প্রক্রিয়া ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফতুল্লা থানায় করা একটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে সদর থানায় করা পুলিশের ওপর হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে রোববার (৯ নভেম্বর) হাইকোর্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচ মামলায় জামিন পান আইভী। তবে নতুন করে দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোয় তিনি গাজীপুর কাসিমপুর কারাগারেই থাকছেন ।

উল্লেখ্য, চলতি বছরের ৯ মে, রাতভর নাটকীয়তার পরে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা—মোট ছয় মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

এমআর//