ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২ এএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আটককৃতদের পুলিশে সপর্দ করা হয়েছে। 

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে সন্দেহভাজন পাঁচজনকে এনসিপির নেতাকর্মীরা আটক করেছে। পরে তাদের পুলিশে সপর্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ বেতার গেটের সামনে, খিলগাঁও ফ্লাইওভার এলাকায়, মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে এবং মৌচাক ক্রসিংয়ে একাধিক ককটেল বিস্ফোরণ হয়।

এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এএইচ