পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, বইছে শীতল হাওয়া
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ১০:২৪ এএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
উত্তরের জেলা পঞ্চগড়ে নেমেছে হেমন্তের আগাম শীত। সন্ধ্যা নামতেই কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। সাথে বইছে শীতল হাওয়া।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।
সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
এর আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি কমে গেছে।
এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ে যাচ্ছে সাদা চাদরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
দিন-রাতের তাপমাত্রায় বেড়েছে পার্থক্য। এতে ঠাণ্ডাজনিত রোগ বৃদ্ধি পেয়েছে জেলায়। প্রতিদিনই সদর হাসপাতাল-সহ বিভিন্ন উস্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় বাড়ছে বলে জানিয়েছে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়।
এএইচ
