গাজীপুরে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪০ এএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার
গাজীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তিনটি ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১২ নভেম্বর) ভোরে ভোগড়া বাইপাসের পেয়ারা বাগান এলাকায় ভোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোর পৌনে ৫টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসটিকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়েছে মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে যায় বাসটির ভিতরের বসার সিট।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০টার ঘটনার দিকে চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে গাড়ির সিট পুড়ে গেছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, গাজীপুরের নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অকেজো মিনিবাস মেরামতের সময় গাড়ির পিছনে ধার্য জাতীয় পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় মিনিবাসটি সিট পুড়ে যায়।
এছাড়া, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে একইভাবে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এএইচ
