দৌলতদিয়ায় ১৯ কেজির কাতল ৫৩ হাজারে বিক্রি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ১৯ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
এর আগে ভোর রাতে পদ্মা নদীর দৌলতদিয়া চরকর্নেশনা এলাকা থেকে কৃষ্ণ হলদারের জালে মাছটি ধরা পরে।
জানা গেছে, ভোর রাতে কৃষ্ণ হলদারসহ তার সহযোগীরা দৌলতদিয়া চরকর্নেশনা এলাকার পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পরে। সকালে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তে আনেন। সেখানে ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে দৌলতদিয়া বাজার থেকে উন্মুক্ত নিলামে মাছটি ২৮০০ টাকা কেজি দরে কিনেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করা হবে।
এএইচ
