ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

গাজীপুরে পেট্রল বোমাসহ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০৮ এএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

গাজীপুরের জয়দেবপুরে ছাত্রলীগ ও  স্বেচ্ছাসেবক লীগের  তিননেতাকে পেট্রোল বোমাসহ আটক করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বানিয়ারচালা এলাকায় জনৈক আজিমের মাছের খামারের সামনে পাকা রাস্তার থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাবের সাদেক।

পুলিশে ঘটনাস্থলে থেকে ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান আহাম্মেদ, দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ  রাসেল আহাম্মেদকে গ্রেপ্তার করে। 

এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও সাদা প্লাস্টিকের চিকন পাইপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটকদের থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ