ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য : জামায়াত নেতা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
তিনি বলেন, ‘আমাদের রাজনীতির মূল কনসেপ্ট হচ্ছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি মানুষের কমিটম্যান্ট এবং আস্থা, এটা আমাদেরকে উদ্বেলিত করে, আশান্বিত করে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার একটি চায়নিজ রেস্টুরেন্টে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল শাখার আমির মাও. মো. ইসমাইল হোসেন, সেক্রেটারী মো. আশরাফুল ইসলাম কামরুলসহ দেশের প্রথম সারির প্রায় সকল গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘শ্রীমঙ্গল-কমলগঞ্জে আল্লাহ প্রদত্ত যে প্রকৃতি রয়েছে, এই সম্ভাবনাকে আমরা ৫৪ বছরে কাজে লাগাতে পারিনি। আমাদের এলাকায় যেদিকে চোখ যায় দৃষ্টিনন্দন প্রকৃতি রয়েছে। এইসব প্রকৃতিকে কিভাবে ট্যুরিজমে কাজে লাগানো যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টিপাত করব।
আব্দুর রব বলেন, আমাদের কনসেপ্টটা হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আর আমরা সুন্দর সম্মৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে কাজ করব।
এছাড়াও যারা গণহত্যা করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার দাবি জানান এই জামায়াত নেতা।
এমআর//
