মুক্তির আগেই ৪০০ কোটি আয় বিজয়ের শেষ সিনেমার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় রাজনীতিতে আসার আগে সর্বশেষ অভিনয় করেছিলেন ‘জন নায়াগান’ সিনেমায়। আগামী বছর ৯ জানুয়ারি তামিল ও তেলুগু উভয় ভাষাতেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।
ক্যারিয়ারের শেষ সিনেমায় তাকে একজন রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে।
সিনেমাটি মুক্তির দুই মাস আগেই সিনেমা বাণিজ্য মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সাম্প্রতিক কালে আর কোনো তামিল সিনেমা নিয়ে এত আলোচনা হয়নি। বড় অঙ্কের প্রি-রিলিজ ব্যবসার কারণে ছবিটি ইতিমধ্যে অনুরাগী ও বাণিজ্য বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ছবিটির অগ্রিম আয় যেভাবে বাড়ছে, তা শিগগিরই ৪০০ কোটি রুপি পেরিয়ে যাবে। প্রতিদিনই কোনো না কোনো স্বত্ব বিক্রিতে ছবির আয় বাড়ছে হুড়মুড় করে। কেবল তামিলনাড়ু থিয়েটার স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। বিদেশি স্বত্ব থেকে আয় হয়েছে প্রায় ৮০ কোটি রুপি।
সংগীতের স্বত্ব থেকে আয় ৩৫ কোটি রুপি বলে জানা গেছে। এ ছাড়া ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিও ১১০ কোটি রুপিতে অধিগ্রহণ করেছে।
এই প্রাথমিক হিসাব অনুযায়ী, চলচ্চিত্রের মোট প্রাক-মুক্তি ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপির অঙ্ক ছাড়িয়ে গেছে। যেহেতু স্যাটেলাইট এবং অন্যান্য অঞ্চলের স্বত্ব এখনো চূড়ান্ত হয়নি, অনুমান অনুযায়ী চূড়ান্ত সংগ্রহ ৪০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যাবে শিগগিরই।
এইচ বিনোথ পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল (তামিল ছবিতে তাঁর অভিষেক), মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন এবং প্রিয়ামণি।
'জননায়ক' ছবিটি বিজয়ের অভিনেতা হিসেবে শেষ ছবি বলে মনে করা হচ্ছে। এরপর তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে মনোনিবেশ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এমআর//
