ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

আবার কখনো নির্বাচন করতে পারব ভাবিনি: বাবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার | আপডেট: ০৯:১৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার

বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমি আবার কখনো নির্বাচন করতে পারব ভাবিনি। 

বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর শুক্রবার (১৪ নভেম্বর) প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোণা সদরের চল্লিশায় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারো নির্বাচন করতে পারব কখনো ভাবি নাই। এ জন্য মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছে।’

জুলাই সনদপত্র নিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতোমধ্যে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই।
 
এমআর//