ঢাকা, রবিবার   ১৬ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২ ১৪৩২

মিয়ানমারের মডং শহর দখলে নিয়েছে কেএনইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৬ নভেম্বর ২০২৫ রবিবার

মিয়ানমারের কারেন ন্যাশনাল ইউনিয়ন বিদ্রোহী (কেএনইউ) এবং তাদের মিত্ররা ৩৫ বছর পর মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের মডং শহর দখলে নিয়েছে।

সেখানে থাকা সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা থাই সীমান্তে পালিয়ে যাওয়ার পর তানিনথারি অঞ্চলে অবস্থিত শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় কেএনইউ। 

শহরটি দখলে নিতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও তাদের মিত্ররা চারদিন আগে শহরটি দখলে অভিযানে নামে। শুক্রবার সকালে জান্তাবাহিনীর শেষ সৈন্যদলকে থাইল্যান্ড পালাতে বাধ্য করে।

বিদ্রোহীরা পুরো শহরের নিয়ন্ত্রণের দাবিও করেছে। অন্তত ৬০ জন জান্তা সেনা এসময় থাইল্যান্ডে পালিয়ে যায়। সংঘর্ষের মধ্যে শহরটির হাজারখানেক বাসিন্দা পালিয়ে কাছাকাছি গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে। 

মডং সীমান্ত দেশটির বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সামরিক কৌশলগত দিক থেকেও এর গুরুত্ব অনেক। 

শহরটি পুনর্দখলের ফলে থাইল্যান্ড সীমান্ত থেকে ৫৪ কিলোমিটার রাস্তা পুরোপুরি নিজেদের দখলে নিলো কেএনইউ।

এএইচ