ঢাকা, সোমবার   ১৭ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৩ ১৪৩২

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ১০:১৩ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার

দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে ৪ জনকে নতুন এসপি হিসেবে নিয়োগ ও ২ জনকে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। 

এতে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃতদের মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলা পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনা জেলা পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এএইচ