ঢাকা, সোমবার   ১৭ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৩ ১৪৩২

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: আসিম মুনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার

পাকিস্তান সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজে দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের সময় যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রেও দৃঢ় প্রতিক্রিয়া জানানো হবে।

রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম ডেইলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে; এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী; তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন।’

ওই সময় চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মাঝে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। দুই দেশের সৈন্যদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক ও সৈন্য নিহত হন। সেই সময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান ।

ভারতের সঙ্গে এই যুদ্ধ শেষ হওয়ার পরপরই পাকিস্তান সরকার সংঘাতে নেতৃত্বদানের জন্য সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে। 

পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ঈমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারেন; মে মাসে পাকিস্তান সেটি প্রমাণ করেছে।

এমন মন্তব্যের সময় প্রেসিডেন্ট হাউসের বৈঠকে উপস্থিত অতিথিরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি পাকিস্তানের উন্নতির জন্য সবাইকে দোয়া করতে বলেন। অসীম মুনির বলেন, আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্ব পালন করবেন তিনি।

এমআর//