হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে মাইলফলক বললেন সালাহউদ্দিন আহমদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৪:৫০ পিএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে একটি ‘মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন সালাহউদ্দিন।
রায় নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, এ রায় মাইলফলক। অপরাধ বিবেচনায় এ সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পার তার জন্য উদাহরণ হবে এ রায়।
তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এ দেশের উন্নয়ন অগ্রগতি বহুদূর পিছিয়ে গিয়েছে। আমরা আর পেছাতে চাই না। দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে। এর মধ্যেই আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ভিত্তি তৈরি হবে। আমরা সেই বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য,জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।
এমআর//
