ঢাকা, মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৪ ১৪৩২

টঙ্গীতে আগুনে পুড়লো ৬টি বস্তার গোডাউন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৬টি চটের বস্তার গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী বাজারের চটের বস্তার গোডাউনের একটি ঘরে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তে পার্শ্ববতী চটের গোডাউনে ছড়িয়ে পড়ে। 

আগুন লাগার সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পৌনে এক ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। 

তবে আগুনে পুড়ে যায় ৬টি চটের বস্তা গোডাউনের মালামাল। 

টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহিন আলম জাহান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা হবে।

এএইচ