রাজধানীর কুড়াতলীতে আগুন,নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে একটি বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। অবশ্য আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এমআর//
