ঢাকা, বুধবার   ১৯ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৪ ১৪৩২

ফরিদপুরে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করতে বিভিন্ন শিক্ষা উপকরণ ও সামগ্রী বিতরণসহ নানা আয়োজন করছেন ​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

এমন ব্যতিক্রমী উদ্যোগের ফলে আনন্দের সঙ্গে বিদ্যালয়ে এসে অধ্যয়ন করছে কোমলমতি শিক্ষার্থীরা। ইউএনও’র এই সক্রিয় ভূমিকায় অভিভাবক ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

জানা যায়, ইউএনও রাসেল ইকবাল আলফাডাঙ্গায় যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের চেষ্টা শুরু করেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও ঝরে পড়ার হার রোধে তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, মা সমাবেশ এবং সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করছেন। এলাকার সুধীজন, অভিভাবক, শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষার মানোন্নয়নে তিনি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন বলেও জানা যায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও রাসেল ইকবাল গত চার মাসে (২১ এপ্রিল থেকে) উপজেলার কমপক্ষে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ থেকে ৮০০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করেছেন।  

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, "একটি জাতিকে উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষার উপর বিশেষ নজর দিয়েছি আমি। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ অত্যন্ত প্রয়োজন। যদি সফলভাবে প্রতিটি শিক্ষার্থীর মাঝে শিক্ষার আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করা যায় তবেই টেকসই উন্নয়ন সাধিত হবে।"

এমআর//