শ্রীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:২৯ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ১১:৫৮ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির পিছনের কিছু সিট পুড়ে যায়।
বুধবার ভোরে দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসি বাজার এলকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, রাতের আধারে এমসি বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি শ্রমিক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই গাড়ির ড্রাইভার প্রাথমিক অবস্থায় আগুন নেভানোর চেষ্টা করলে আগুন নেভাতে সক্ষম হন। তবে বাসটির পিছনের কিছু সিট পুড়ে গেছে।
এএইচ
