ঢাকা, বুধবার   ১৯ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৫ ১৪৩২

বায়োজিন কসমেসিউটিক্যালসের নতুন শাখার উদ্বোধন হচ্ছে সাভারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

বায়োজিন কসমেসিউটিক্যালস সাভারে তাদের নতুন শাখার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বিশ্বমানের স্কিনকেয়ার, অথেনটিক ডার্মো কসমেটিকস এবং এক্সপার্ট ডাক্তার কনসালটেশনের সুবিধা এখন আরও কাছে পাচ্ছেন সাভারবাসী। 

আসছে ২২ নভেম্বর বায়োজিনের ১৮তম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষে সাভারের জলেশ্বর, শিমুলতলার এম.কে. টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষ্যে ট্রিটমেন্ট ও প্রোডাক্টে থাকছে সর্বোচ্চ ৭০% পর্যন্ত বিশেষ ছাড়।

এ উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়মা খাতুন বলেন, “আগে এমন মানসম্পন্ন স্কিন বা হেয়ার ট্রিটমেন্ট নিতে হলে মিরপুর পর্যন্ত যেতে হতো। সাভারে ব্রাঞ্চ চালু হওয়ায় স্থানীয় নারীরা এখন সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সেবা হাতের কাছেই পাবেন। আমি মনে করি, যাদের এতদিন সময়, দূরত্ব বা নিরাপত্তার কারণে সেবা গ্রহণে সমস্যা হতো—তাদের জন্য এটি বড় সুবিধা।”

এই শাখায় থাকছে বায়োজিনের নিজস্ব ব্র্যান্ড বায়োকেয়ার–এর ন্যাচারাল ও সেইফ ইনগ্রেডিয়েন্টে তৈরি স্কিনকেয়ার প্রোডাক্ট, নিরাপদ বিউটি সাপ্লিমেন্টস, স্মার্ট লাইফস্টাইল সামগ্রীসহ নির্বাচিত ইউরোপিয়ান ব্র্যান্ডের অথেনটিক ডার্মো কসমেটিকস। 

পাশাপাশি থাকবেন অভিজ্ঞ ডাক্তার ও নিউট্রিশনিস্ট, যাঁরা গ্রাহকের ত্বকের ধরন ও বিশেষ প্রয়োজন অনুযায়ী সঠিক ট্রিটমেন্ট ও পরামর্শ প্রদান করবেন।

দেশজুড়ে স্কিন ও হেয়ার কেয়ারে আস্থার প্রতীক হিসেবে বায়োজিন কসমেসিউটিক্যালস দীর্ঘদিন ধরে গ্রাহকদের নির্ভরতা অর্জন করেছে। সেই যাত্রায় আরও একটি নতুন মাইলফলক যোগ করতে সাভারে শুরু হচ্ছে প্রতিষ্ঠানটির ১৮তম ব্রাঞ্চের আনুষ্ঠানিক যাত্রা। (বিজ্ঞপ্তি)

এএইচ