ঢাকা, বুধবার   ১৯ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৫ ১৪৩২

স্ত্রীর জিম্মায় সাংবাদিক সোহেলকে ছেড়ে দিয়েছে ডিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ১২:১৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদ শেষে তার স্ত্রী সুমাইয়া সীমার জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ছাড়া পাওয়ার পর ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান। সেখানে তার ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে সোহেলকে নিয়ে যাওয়া হয়। ডিবির পোশাক গায়ে দেয়া পাঁচ ব্যক্তি আটক করে নিয়ে যান বলে অভিযোগ করেন সুমাইয়া সীমা।

মধ্যরাতে এভাবে বাসা থেকে মিজানুর রহমান সোহেলকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উদ্বেগ জানান। তারা অবিলম্বে সোহেলের মুক্তির দাবি জানান।

এ বিষয়ে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় আনা হয়েছে।’ 

এএইচ