ঢাকা, বুধবার   ১৯ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৫ ১৪৩২

কিউএস র‌্যাংকিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস:সাসটেইনেবিলিটি ২০২৬ এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

এছাড়া প্রতিষ্ঠানটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় ও পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থানে রয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর)  কিউএস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ র‌্যাংকিং প্রকাশ করে। বিশ্বের ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মোট ২২টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে।

এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬ এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক অর্জন শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের দিন-রাতের পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং স্বপ্নের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তবে আমরা এখানেই থেমে থাকব না। আমাদের সামনে আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। খুব শীঘ্রই দূরদর্শী ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে কিউএসসহ আন্তর্জাতিক সকল র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিক পর্যায়ে ১০০-২০০ তম এর ভেতরে প্রবেশ এবং দেশের প্রথম স্থানে উঠে আসাই আমাদের পরবর্তী লক্ষ্য।’

এমআর//