ঢাকা, বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৫ ১৪৩২

শততম টেস্টে মুশফিককে পন্টিংয়ের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অনন্য কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। বুধবার (১৯ নভেম্বর) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে নেমে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ ২০ বছর শততম টেস্ট খেলার স্বাদ নিলেন তিনি।

শততম টেস্ট খেলা মুশফিককে শুভেচ্ছা জানিয়ে আইসিসি রিভিউতে পন্টিং বলেন ‘এটা অবিশ্বাস্য অর্জন। বাংলাদেশের কেউ প্রথম এমন কিছু করল।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮ টেস্ট খেলা পন্টিং আরো বলেন, ‘আমি সব সময়ই বলি, একজন ক্রিকেটার কতটা মানসম্পন্ন, তা বিচার করার ক্ষেত্রে আমার কাছে প্রধান মানদণ্ড হলো- দীর্ঘ ক্যারিয়ার এবং কত বছর ধরে ধারাবাহিকভাবে সেরা পারফরমেন্স অব্যাহত রাখতে পারে।’

অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘আপনি যখন ৭০, ৮০, ৯০ টেস্ট খেলে ফেলেন, তখন নিজেকে বদলে নেয়া, উন্নতি করা এবং আরো ভালো হয়ে ওঠার পথ খুঁজে বের করতে হয়। ক্যারিয়ারের শেষের দিকে এসে এটা করা মোটেও সহজ নয়। তাই এটিকে আমি দুর্দান্ত অর্জন বলব।’

এমআর//