ঢাকা, বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৬ ১৪৩২

মুখোশধারীদের হামলায় রাবির তিন শিক্ষার্থী আহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল দুর্বৃত্ত দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে এবং আরেক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করে।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। 

কয়েকটি মোটরসাইকেলে গিয়ে ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত এ হামলা চালায় এবং সেখান থেকে ওই ছাত্রলীগ নেতাসহ দুইজনকে অপহরণ করে নিয়ে যায়। পরে পৃথকস্থান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীরা হলেন- ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী ও তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের মিনহাজ। এদের মধ্যে আল ফারাবী ছাত্রলীগের মাদার বখশ হল শাখার সাবেক আহবায়ক। তবে গত বছরের ৫ আগস্টের পর তিনি পদত্যাগ করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কাজলার একটি রেস্টুরেন্টে ফারাবীর ছবি দেখিয়ে তাকে খুঁজছিল। এক পর্যায়ে তারা রড, হাতুড়ি ও রামদা নিয়ে হঠাৎ হামলা চালায় এবং ফারাবী ও বখশীকে তুলে নিয়ে যায়। এ সময় মিনহাজ আহত হন। 

পরে অপহৃত ফারাবীকে বেতার মাঠের পাশে এবং বখশীকে হবিবুর রহমান হলের সামনে থেকে উদ্ধার করা হয়। 

এ ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা কাজলা গেটের সামনে জড়ো হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এএইচ