ঢাকা, শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৬ ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের ভিত্তিতে গঠন করতে হবে: এনসিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

আসন্ন সংসদ নির্বাচন নয়, এর পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

বৃহস্পতিবার(২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে বলা হয়েছে, ঠিক সেভাবেই এ দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করতে হবে।

আখতার বলেন, ‘বাংলাদেশের উচ্চ আদালত যে যুগান্তকারী রায় প্রদান করেছেন, তার মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং জাতি মুক্তি লাভ করেছে। আমরা এটাকে ইতিবাচক ঘটনা হিসেবে দেখি।’

আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, ঠিক এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই। এ অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন দিতে ক্ষমতায় এসেছে এবং তাদের মধ্য দিয়েই সামনে নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

এমআর//