ঢাকা, শনিবার   ২২ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৮ ১৪৩২

ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা-ছেলেকে লক্ষ্মীপুরে দাফন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

পুরান ঢাকায় বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং পড়ে নিহত হয়েছেন বাবা আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের বশিকপুরে দাফন করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় নিহতদের গ্রামের বাড়িতে জানাজা সম্পন্ন হয় এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের।  

এদিকে তাদের বাড়িতে আত্মীয় বজন ও প্রতিবেশীদের চলছে শোকের মাতম। 

৪ ভাইয়ের মধ্যে আব্দুর রহিম তৃতীয়। করতেন সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা। গতকাল শুক্রবার  সকালে ছেলে আব্দুল আজিজ রিমনকে সাথে নিয়ে মাংস কিনতে বের হন। সে সময় হঠাৎ ভূমিকম্পে ৫ তলা ভবনের ছাদ থেকে রেলিং মাথায় পড়ে বাবা ও ছেলের। জায়গাতেই নিহত হন বাবা আব্দুর রহিম এবং হাসপাতাল নেওয়ার পর নিহত হন তার ছেলে আব্দুল আজিজ রিমন। 

রিমন ছুরটোলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।  

বাবা-ছেলের এক সাথে মৃত্যুর সংবাদে তাদের গ্রামে জুড়ে দেখা দিয়েছে শোকের ছায়া।

এএইচ