ঢাকা, শনিবার   ২২ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৮ ১৪৩২

শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রোমে ‘পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশিনার ভুমি মো: মুহিবুল্লাহ আকন। 

এ সময় প্রায় অর্ধশতিধিক গণমাধ্যমকর্মী ও কন্টেট ক্রিয়েটার উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা বলেন, দেশের উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম পর্যটন শিল্প হলেও বাংলাদেশে পর্যটন খ্যাতের উন্নয়ন কর্মকান্ডের জন্য বরাদ্ধ মাত্র ৩২/৩৩ কোটি টাকা। যা এ শিপ্লের উন্নয়নের জন্য খুবই অপ্রতুল। 

তারা বলেন, পৃথিবীর বহু দেশ পর্যটন শিল্পের উপর ঠিকে আছে। আর আমাদের দেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকার পরও তা অনেকাংশে গুরুত্বহীন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, ট্যুরিজম বোর্ড পুরোপুরি কাজ শুরু করেছে মাত্র ২০১৮ সালে। পর্যায়ক্রমে এগুচ্ছে। ইতিমধ্যে সারাদেশের পর্যটন খ্যাতকে এগিয়ে নিতে একটি মাস্টার প্লান তৈরী করা হয়েছে। যা বাস্তবায়ন হলে এ শিল্পের বেশ অগ্রগতি হবে বলে তিনি মনে করেন।

এএইচ