ঢাকা, রবিবার   ২৩ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৯ ১৪৩২

বড় ভাইকে বাঁচাতে যান ছোটভাই, বিদ্যুৎস্পৃষ্টে দু’জনেরই মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা একই পরিবারের আপন দুই ভাই। তারা হলেন, নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। তাদের এমন মৃত্যুওতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি জানান, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নূরু খান। এসময় পথে ছিড়ে থাকা বিদ্যুতের তার দেখতে না পেয়ে তাতে পা লাগলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে বাঁচাতে দৌড়ে ছুটে যান ছোট ভাই ফজলু খান। তখন তিনিও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এরপর ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, ঘটনার খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এএইচ