ঢাকা, রবিবার   ২৩ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৯ ১৪৩২

এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০০ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার | আপডেট: ০২:০২ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে কেউ অপপ্রচারে কান দেবেন না। 

রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

নাহিদ বলেন,  আমাদের আদর্শের সঙ্গে মিল থাকলে ভবিষ্যতে কেউ যোগ দিলে— আমরা তা অবশ্যই খোলামেলাভাবে আগেই জানিয়ে দেবো।

তিনি বলেন, অন্য দলগুলো যাদের মনোনয়ন দিচ্ছে, তাদের মধ্যে নতুন রাজনীতির কোনো ছাপ নেই। পাঁচ বছর আগে নির্বাচন হলে যাদের মনোনয়ন দিত—এবারও তাদেরই দিচ্ছে। আমরা নতুন, সৎ, দক্ষ ও যোগ্য মানুষদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

এনসিপি আহ্বায়ক বলেন, একটি সাজানো ও সমঝোতার নির্বাচনের ষড়যন্ত্র চলছে। নির্বাচনের জন্য এনসিপি লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। অর্থ ও পেশিশক্তি ব্যবহারের সংস্কৃতি আগের মতই দেখা গেছে। সে অর্থে পরিস্থিতি শক্তভাবে মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনও পদক্ষেপ নেই।

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকার শেষে সৎ ও যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবার আমরা তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে মনোনয়ন দিচ্ছি। কারণ আমরা অতীতের গতানুগতিক ধারার পরিবর্তে নতুন পথচলা শুরু করতে চাই। যার মাধ্যমে আগামীতে একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি।

তিনি জানান, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এনসিপি আশা করে, স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

এএইচ