ঢাকা, রবিবার   ২৩ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৯ ১৪৩২

৮০ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ মঙ্গলবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী মঙ্গলবার ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ।

রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৫ নভেম্বর) । দিনব্যাপী আয়োজিত এ আলোচনায় পর্যবেক্ষকদের মতামত, পরামর্শ ও সুপারিশ সংগ্রহ করবে ইসি।

ইসির মতে, নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু করতে এবং পর্যবেক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করতে এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মতামত বিবেচনায় নিয়ে কমিশন নির্বাচনের রূপরেখা ও প্রস্তুতিতে কাজ করবে।

এমআর//