ঢাকা, রবিবার   ২৩ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৯ ১৪৩২

দৃষ্টি প্রতিবন্ধী নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে ভার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার

শ্রীলঙ্কার কলম্বো পি সারা ওভালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার (২৩ নভেম্বর) শিরোপা জেতার লড়াইয়ে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। 

এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে নেপালকে ৫ উইকেটে ১১৪ রানে আটকে দেয় ভারত। এরপর মাত্র ১২ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রান তাড়ার ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত ছিলেন ফুলা সারেন।

এই ম্যাচে ভারতের দাপুটে পারফরম্যান্সের কাছে বেশ ভুগতে হয় নেপালকে। পুরো ইনিংসে মাত্র একটি বাউন্ডারির দেখা পায় নেপাল।

এর আগে শনিবার ভারত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল, আর নেপাল পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে জয় লাভ করে ফাইনালের টিকিট কেটেছিল। ভারত ও নেপাল ছাড়াও অস্ট্রেলিয়া,পাকিস্থান,শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। 

এমআর//