ঢাকা, রবিবার   ২৩ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৯ ১৪৩২

একুশের চোখে সংবাদ প্রকাশের পর মুফতি কাসেমী গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার | আপডেট: ০৯:০৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার

বিয়ের প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে একুশের চোখ। একুশে টেলিভিশনে এই প্রতিবেদন প্রচারের পর বিয়েকান্ডে আলোচিত মুফতি মামুনুর রশিদ কাসেমীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৩ নভেম্বর) তার নিজ মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। 

জানা যায়,বহু নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন এবং মুসলিম হলে চারজন স্ত্রী থাকতেই হবে—এমন প্রচারণা চালালেও তিনি নিজে গোপনে করেছেন নয়টি বিয়ে। অসহায় নারীদের ‘সংসার দেওয়ার’ কথা বলে প্রতারণা ও পরবর্তী সময়ে তাদের ওপর নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এমন অপকর্মের কারণে তিনি একসময় কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে বিতাড়িত হন। পরে কেরানীগঞ্জে বিয়ে করানোর নামে একটি প্রতিষ্ঠান খুলে সেখান থেকেই প্রতারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

একুশের চোখে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে রোববার ওই প্রতিষ্ঠান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একুশে টেলিভিশনকে জানান, ধর্ষণ মামলায় কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এমআর/