ঢাকা, সোমবার   ২৪ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ৯ ১৪৩২

সুপার ওভারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন পাকিস্তান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার

সেমিফাইনালে সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলো আরেকটি সুপার ওভারে। এবার প্রতিপক্ষ পাকিস্তান। যেখানে বাংলাদেশের দেওয়া ৭ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে তৃতীয়বার শিরোপা জিতল পাকিস্তান। অথচ ম্যাচটি সুপার ওভারে গড়ানোর কথাই ছিল না।

রোববার কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে বোলাররা জয়ের ভিত গড়ে দিলেও মূলত ব্যাটারদের ব্যর্থতায় শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।

নির্ধারিত ২০ ওভারের খেলায় আগে ব্যাট করতে নেমে ইরফান খানের নেতৃত্বাধীন পাকিস্তানকে মাত্র ১২৫ রানে আটকে দেন রিপন মন্ডল, রাকিবুল হাসানরা। ব্যাটিং বিপর্যয়ের পর রিপন-সাকলাইনদের কল্যাণে বাংলাদেশও সমান ১২৫ রান করে।

ব্যাটারদের ব্যর্থতায় এক পর্যায়ে ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এখান থেকে শেষ উইকেট জুটিতে ম্যাচ জমিয়ে তোলেন আবদুল গাফ্ফার সাকলাইন ও রিপন মণ্ডল। দুজনের দারুণ এক জুটিতে শেষ ওভারে বাংলাদেশের লক্ষ্য নেমে আসে ৭ রানে।

আহমেদ দানিয়ালের ওভার থেকে আবদুল গাফ্ফার ও রিপন ৬ রান নিলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে নিয়মিত ওপেনার হাবিবুর রহমান সোহানের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় আবদুল গাফ্ফারকে। দানিয়ালের প্রথম বলে হাবিবুর এক রান নেওয়ার পর দ্বিতীয় বলে আউট হন সাকলাইন। তৃতীয় বলটি থেকে ওয়াইডসহ পাঁচ রান পায় বাংলাদেশ। পরের বলে জিসান আলম বোল্ড হলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৭ রান। 

রিপনের বোলিংয়ে দুই বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। তাতে এবার রাইজিং স্টারস এশিয়া কাপ নামে হওয়া টুর্নামেন্টটির তৃতীয় শিরোপা জিতল তারা।

অথচ বোলারদের কল্যাণে প্রথমবার শিরোপা জেতার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের এক পর্যায়ে ৭৫ রানে ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ।

এখান থেকে পাকিস্তানের স্কোর ১২০ ছাড়িয়ে যায় সাদ মাসুদের সৌজন্যে। সমান ৩টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন পেসার রিপন। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান নেন ২ উইকেট। 

ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও সুফিয়ান মুকিমের লেগ স্পিনে খেই হারায় বাংলাদেশ। তাও লড়াই টিকিয়ে রেখেছিলেন রাকিবুল (২৪)। শেষ উইকেটে আবদুল গাফ্ফার (১৬*) ও রিপনের (১১*) ২৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ সুপার ওভারে গড়ালে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের।

এএইচ