তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
পঞ্চগড়ে নেমে এসেছে শীতের প্রকোপ। সন্ধ্যা নামতেই নামছে ঘন কুয়াশা, বাড়ছে ঠাণ্ডার তীব্রতা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ মঙ্গলবার সকালে তা নেমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি।
শিগগিরই তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ঠাকুরগাঁওয়েও একই আবহ। দিনে রোদ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশা আর শীত। সকাল ১১টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন।
শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নিম্নআয়ের মানুষ।
এএইচ
