ঢাকা, বুধবার   ২৬ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১১ ১৪৩২

বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে: মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে। সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনও ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমন কোনও পরিবেশ নেই, যাতে নির্বাচন ব্যাহত হতে পারে। তবে কেউ এমন পরিস্থিতি তৈরি করতে চাইলে দেশের জনগণ তাদের রুখে দেবে।’

তিনি আরও বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল,নদীর মতো। এখানে একেকটা আসনে ৪ থেকে ৫ জন করে প্রার্থী থাকে। এতেই বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল।  

সভায় জেলার বিভিন্ন স্তরের বিজ্ঞ আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল, সাবেক সভাপতি আবদুল হালিম, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান।

এমআর//