ঢাকা, বুধবার   ২৬ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১২ ১৪৩২

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (৩০ ডিসেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন।

এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি জানান, অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনটেম্পট অব কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

গত শনিবার (২৩ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে বরূপ মন্তব্য করেন তিনি।

প্রসিকিউশন জানিয়েছে, গত ২৩ নভেম্বর টক শো’তে অংশগ্রহণ করে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলছি, এই কোর্ট আমি মানি না।’ পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না। এই কোর্টের আমি বিচার মানি না, ইউটিউবে বলেছি, টকশো’তে বলেছি।’

এছাড়াও ওই টকশো’তে তিনি অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

এএইচ