লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার
লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ইউছুফ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।
তিনি বলেন, রামগঞ্জে দোকানে বাকি দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে অভিযুক্ত ইউছুফ বাকবিতন্ডে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউছুফ তাকে ডেকে নিয়ে যায়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। পরে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা করেন।
মিঠুন কুমার কুন্ডু বলেন, র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর//
