কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘মৃত্যুর গুজব’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০১ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ১১:২১ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অনেকেই দাবি করেছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যু হয়েছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমে এখনো এই ‘গুজব’-এর সত্যতা মেলেনি।
এদিকে ইমরানের মৃত্যুর গুজবে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে হট্টগোল তৈরি হয়েছে। সেখানে তার সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
এই গুজবটি তখন ছড়িয়ে পড়ে যখন ইমরান খানের তিন বোন কারাগারে তাদের ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য গিয়ে পুলিশের হাতে ‘নৃশংস মারধরের’শিকার হন। ‘নিরাপত্তা ঝুঁকির’ কারণ দেখিয়ে তাদের ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।
ইমরান খানের বোন নওরীন নিয়াজি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা ইমরান খানের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দিইনি বা কোনও বেআইনি কাজ করিনি। তবুও, কোনও সতর্কতা ছাড়াই, রাস্তার আলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার পরে একটি নৃশংস আক্রমণ করা হয়েছিল। ৭১ বছর বয়সে, আমার চুল ধরে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল এবং রাস্তার ওপারে টেনে নিয়ে যাওয়া হয়েছিল।’
এ ঘটনায় ইমরানের তিন বোন ও সমর্থকদের ওপর ‘নৃশংস’ পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই।
এর আগে চলতি বছরের মে মাসেও ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু পোস্টে দাবি করা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে বেশকিছু মামলা হয়েছে। এর মধ্যে দুয়েকটিতে সাজাও হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
এমআর//
