ঢাকা, বৃহস্পতিবার   ২৭ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১২ ১৪৩২

শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার

“দেশীয় জাত, উন্নত প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গন থেকে বের হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে উপজেলা প্রাণী সম্পদ অফিস ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মহিবুল্লাহ আকন।

পরে শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।

বিকেল ৫টায় মেলায় অংশ্রগ্রহণকরা স্টল ও উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারীদের পুরস্কার বিতরণ করা হয়।

এমআর//