ডাকসু ভিপি সাদিক কায়েমকে খাগড়াছড়িতে সংবর্ধনা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪০ এএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)র ভিপি আবু সাদিক কায়েমকে খাগড়াছড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকালে খাগড়াছড়ি বায়তুশ শরীফ কমপ্লেক্স আয়োজনে হাজারো ছাত্র জনতার স্রোতে তাকে সংবর্ধনা দেয়া হয়।
মাদ্রাসার সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, খাগড়াছড়ি বায়তুশ শরফ আর্দশ জব্বারিয়া আর্দশ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান, জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজী, চাঁদাবাজী, সন্ত্রাসীদের ঠাঁই হবে না, সে যেই হোক তাকে প্রতিহত করতে হবে। ফ্যাসিস সরকারকে যেভাবে তাড়িয়ে দিয়েছি তাদেরকেও বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে।
ডাকসু ভিপি আরও বলেন, খাগড়াছড়িতে যারা চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি জাতির সম্প্রীতি নিয়ে যারা কাজ করবে তাদের পক্ষে থাকবো আমরা।
এএইচ
