কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে শামা-মাছাবিহ্
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৩ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১১তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালবেলার প্রতিনিধি আবু শামা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকাল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম ফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, অন্য দুই নির্বাচন কমিশনার গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জনি আলম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহ সভাপতি মোহাম্মদ রাজীব (দৈনিক বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্নব (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক জোবাইর হোসাইন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক আনিসুর রহমান ( সমকাল), তথ্য ও পাঠাগার সম্পাদক হেদায়েতুল ইসলাম নাবিদ (ডেইলি সান) এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আমার দেশ) ও আকাশ আল মামুন (দ্যা ডেইলি ক্যাম্পাস)।
উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এমআর//
