আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর বাংলাদেশের মাওলানা ওমর ফারুকের আম (সার্বিক) বয়ানের মাধ্যমে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে।
শুরায়ে নেজামের আয়োজনে পাঁচ দিনের এই জোড় ইজতেমা আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
বিশ্ব ইজতেমার ৪০ দিন পূর্বে মূলত জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। জোড় ইজতেমায় কেবল তিন চিল্লাধারী বা তদূর্ধ্ব সময় লাগানো দেশ-বিদেশের চিল্লাধারী মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।
শুক্রবার বিশ্ব ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হবে। জুমার জামাতে ইমামতি করবেন ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ। বিষয়টি শুরায়ে নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেছেন।
এদিকে জোড় ইজতেমাকে কেন্দ্র করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ময়দানের উত্তর-পূর্ব কোণে টিনশেড মসজিদ ও আশপাশে অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন এবং মুরুব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন।
জোড় ইজতেমার প্রথম দিন যারা বয়ান করবেন : বাদ জুমা বয়ান করবেন বাংলাদেশের মাওলানা ফারুক, বাদ আছর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা, বাদ মাগরিব দিল্লির মাওলানা আব্দুর রহমান।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, মাওলানা জোবায়ের অনুসারীদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে।
এমআর//
