ঢাকা, শুক্রবার   ২৮ নভেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩২

সাভারের হেমায়েতপুরে বহুতল ভবনে আগুন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার

গভীর রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) রাত বারোটার দিকে হেমায়েতপুরের রহমান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নীচতলায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।  

সাভার ফায়ার স্টেশনের পরিদর্শক মেহেরুল ইসলাম জানান, রাত বার টার দিকে ৫তলা বিশিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের ওই ভবনের আন্ডারগ্রাউন্ডের দোকানে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় তেঁতুলঝোড়ার ট‍্যানারী ফায়ার স্টেশনের একটি ইউনিট ও সাভার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকান্ডে ঐ ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা দুইটি গোডাউন ও মালামাল ভস্মীভূত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে ও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি ও  প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে বলে জানান পরিদর্শক মেহেরুল ইসলাম। 

এমআর//